
মোঃ মোসলেম উদ্দিন সিরাজী,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫–এর ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে উল্লাপাড়া ক্রীড়া সংস্থার আয়োজনে আনন্দ র্যালীটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পুরো শহরজুড়ে উৎসবমুখর পরিবেশে র্যালীতে অংশ নেন স্থানীয় ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাতের সার্বিক সহযোগিতায় র্যালীতে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এমঃ আকবর আলী, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, পুলিশ সংস্কার কমিটির সদস্য সচিব খান সাঈদ হাসান জোতি, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন, পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র বেলাল হোসেন, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মকুল হোসেন, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু শাহীন রেজা, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রিফাত হোসেন তালুকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। চ্যাম্পিয়নদের সংবর্ধনা জানাতে শহরজুড়ে উৎসবের আমেজ বিরাজ করে। র্যালীতে উল্লাপাড়ার ক্রীড়াঙ্গনে ফুটবলের ঐতিহ্য ও গৌরব নতুনভাবে উজ্জ্বল হয়ে ওঠে।