
আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রায় সব জাহাজ আটকে দিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার (২ অক্টোবর) ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা।
ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফ্লোটিলার কোনো নৌযানই সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ করতে বা আইনি নৌ অবরোধ ভাঙতে সক্ষম হয়নি। সব যাত্রী সুস্থ আছেন এবং তাদের নিরাপদে ইসরায়েলে নিয়ে যাওয়া হচ্ছে, সেখান থেকে ইউরোপে ফেরত পাঠানো হবে।
তবে একটি জাহাজ এখনও অবশিষ্ট রয়েছে। ইসরায়েল বলেছে, যদি সেটিও অবরোধ লঙ্ঘনের চেষ্টা করে তবে একইভাবে প্রতিরোধ করা হবে।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা হলো সমুদ্রপথে গাজায় ত্রাণ পাঠানোর একটি আন্তর্জাতিক উদ্যোগ। এতে অংশ নিয়েছে ৪০টিরও বেশি বেসামরিক নৌযান এবং ৪৪টি দেশের প্রায় ৫০০ নাগরিক। তাদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামের নাগরিকসহ ইউরোপীয় পার্লামেন্টের সদস্য, অধিকারকর্মী, আইনজীবী, চিকিৎসক ও সাংবাদিকরা।