
নিজস্ব প্রতিবেদক
দেশব্যাপী অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ চলবে যতদিন না শয়তানরা শেষ হয়, বলেছেন গৃহ বিষয়ক উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
“এই অভিযান তাদের লক্ষ্য করবে যারা দেশকে অস্থিতিশীল করতে বদ্ধপরিকর,” তিনি রবিবার সতর্ক করে বলেছেন।
জাহাঙ্গীর আলম, যিনি কৃষি উপদেষ্টাও বটে, শহরের খামারবাড়ি এলাকায় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটে নতুন নির্মিত “মৃত্তিকা ভবন” উদ্বোধনের পর সাংবাদিকদের সাথে কথা বলার সময় এই মন্তব্য করেন।
“গাজীপুরে ছাত্র ও নাগরিকদের উপর হামলা করা অনেককে ইতিমধ্যে আইনের আওতায় আনা হয়েছে, এবং বাকিরাও শীঘ্রই গ্রেফতার হবে,” তিনি বলেন।
গাজীপুর হামলার পর দেশব্যাপী “অপারেশন ডেভিল হান্ট” শুরু হয়
শুক্রবার রাতে গাজীপুরে সাবেক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হকের বাসভবনে ছাত্রদের উপর হামলার পর মন্ত্রণালয় ব্যবস্থা নেয়।
এর পরিপ্রেক্ষিতে, সরকার “অপারেশন ডেভিল হান্ট” শুরু করার ঘোষণা দেয়, এবং যৌথ বাহিনী শনিবার রাত থেকে অভিযান শুরু করে।
গাজীপুর হামলা: ৭ ছাত্র এখনও ডিএমসিএইচ-এ চিকিৎসাধীন
যৌথ বাহিনী এ পর্যন্ত ৪০ জনকে গ্রেফতার করেছে, যাদের আওয়ামী লীগের সদস্য বলে সন্দেহ করা হচ্ছে, বলেছেন গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী জাবের সাদেক।
পাঁচজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার গ্রেফতার সম্পর্কে উপদেষ্টা বলেন, গ্রেফতারকৃতদের অপরাধ সম্পর্কে জনগণ সচেতন।