
মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
সিরাজগঞ্জে শহীদ জেহাদ স্মৃতি পরিষদ উল্লাপাড়া উপজেলা শাখার আয়োজনে শুক্রবার ১০ই অক্টোবর সকাল ১০ ঘটিকায় নবগ্রাম ও নয়ানগাতী যৌথ কবর স্থানে শহীদ জেহাদ নাজির উদ্দিন স্মৃতি পরিষদের সভাপতি মোঃ ওবাইদুল ইসলাম মাহবুব এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ আব্দুল ওহাব, পুলিশের সাবেক ডিআইজি খান সাইদ হাসান জ্যোতি, রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মোঃ শামীম হোসেন, শহীদ জেহাদ স্মৃতি পরিষদের সহ- সভাপতি মোঃ নজরুল ইসলাম, শহীদ জেহাদ স্মৃতি পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল খালেক, শহীদ জেহাদ স্মৃতি পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল মালেক, শহীদ জেহাদ স্মৃতি পরিষদের তথ্য ও গবেষণা সম্পাদক এবং উল্লাপাড়া পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোঃ আব্দুল ওয়াদুদ হোসেন মিঞা, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ সবুজ আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ আমিরুল ইসলাম, সরকারি আকবর আলী কলেজ ছাত্রদলের সাবেক জিএস ও শহীদ জেহাদ স্মৃতি পরিষদের উপদেষ্টা মোঃ রফিকুল ইসলাম রফিক, সরকারি আকবর আলী কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ রিফাত হোসেন, সরকারি আকবর আলী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ রেকাত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আল-আমিন হোসেন, উপজেলা তাঁতি দলের সভাপতি মোঃ ইউসুফ আলী, পৌর শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আওলিয়া কমিশনার, জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মোঃ স্বপন এর নেতৃত্বে ইসলামীয়া কলেজ ছাত্রদলের নেতৃত্ববৃন্দ প্রমুখ, এছাড়া উল্লাপাড়া উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ আব্দুল ওহাব বলেন, আগামী দিনে আমরা তথা বিএনপি ক্ষমতায় আসলে এ কবর স্থানের উন্নয়ন করব। এ সময় পুলিশের সাবেক ডিআইজি খান সাইদ হাসান জ্যোতি তাঁর বক্তব্যে বলেন, ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের দুঃসাহসী প্রতীক, গণতান্ত্রিক সংগ্রামের এক উজ্জ্বল নক্ষত্র শহিদ কে. এম. নাজির উদ্দিন জেহাদ-এর শাহাদাৎ বার্ষিকী। জেহাদ প্রমাণ করেছিলেন, যখন অধিকার হরণের ষড়যন্ত্র হয়, তখন প্রতিবাদে গর্জে ওঠার জন্য দল-মত নির্বিশেষে এক হওয়া প্রয়োজন। এই মুহূর্তে দেশ ও জাতির প্রয়োজনে আমাদের সকলকে এক হয়ে, সকল ভয়-ভীতি উপেক্ষা করে স্বৈরাচারের প্রেতাত্মা এবং সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। শহিদ জেহাদের আত্মা আজীবন আমাদের পথ দেখাবে। আমরা শপথ করেছি, তাঁর স্বপ্ন ছিলো যে একটি গণতান্ত্রিক বাংলাদেশ – সেই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন শহীদ জেহাদকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন। এদিন শহীদ জেহাদ দিবস ২০২৫ স্মরণ সভা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সকল কার্যক্রম সমাপ্তি করা হয়।