
ফুয়াদুল হক সিদ্দিকী, উল্লাপাড়া প্রতিনিধি
১০ই অক্টোবর শহীদ জেহাদ দিবস উপলক্ষে উল্লাপাড়া উপজেলা জেহাদ স্মৃতি পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য শহীদ নাজির উদ্দিন জেহাদের বড় ভাই জনাব কে. এম শরফুদ্দিন মঞ্জু, জনাব আজাদ হোসেন, আব্দুল ওয়াহাব সহ আরো কিছু উপদেষ্টা মন্ডলীর উদ্যোগে সংগঠনের সভাপতি ওবায়দুল ইসলাম খান মাহবুব, সাধারণ সম্পাদক মোঃ শফিউল মোমেন শফি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল খালেক সহ সংগঠনের অন্যান্য সদস্য এবং পৌর ছাত্রদলের নেতৃবৃন্দের উপস্থিতিতে সিদ্ধান্ত গ্রহন করা হয় যে আগামী ১০ই অক্টোবর সকাল দশটায় শহীদ জেহাদ স্মরনে রেলী,এরপর শহীদ নাজিরউদ্দিন জেহাদের কবরে পুষ্পস্তবক অর্পণ এবং জেহাদের স্মরনে সংক্ষিপ্ত আলোচনা।এরপর বাদ জুম্মা মিলাদ মাহফিল এবং সন্ধ্যায় পৌর ছাত্রদলের পক্ষ থেকে গরীব, অসহায়,দুস্থ এবং ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করার কর্মসূচির ঘোষণা করা হয়েছে। কর্মসূচি ঘোষণার সময় আরও উপস্থিত ছিলেন শহীদ নাজির উদ্দিন জেহাদের ছোট ভাই কে.এম শহীদ।