
মোঃ মোসলেম উদ্দিন সিরাজী, বিশেষ প্রতিনিধি
শাহজাদপুরে বিশ্ব দৃষ্টি দিবস অনুষ্ঠিত বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে শাহজাদপুর সরকারি কলেজ শহীদ মিনার প্রাঙ্গনে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে চোখের স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা ও সাদাছড়ি বিতরন করা হয়। সি এস এফ ও শাহজাদপুর চক্ষু হাসপাতাল আয়োজিত এ অনুষ্ঠানে প্রফেসর মতিন আই কেয়ার সিস্টেম এর সাধারণ সম্পাদক আল মামুন এর সভাপতিত্বে এ আলোচানা সভা ও সাদাছড়ি বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর মতিন কেয়ার সিস্টেম ও সিএসএফ গ্লোবাল এর প্রতিষ্ঠতা চেয়ারম্যান ও সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ডক্টর এম এ মুহিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ মাসুদ রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ এ কে এম শাহাদত হোসেন। এ ছাড়া এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইকবাল হোসেন হিরু, সাবেক সাধারন সম্পাদক মোঃ আরিফুজ্জান আরিফ, সাবেক সিনিয়র সহ-সভাপতি ও গাড়াদাহ ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মোঃ আব্দুল জব্বার, সাবেক সাংগাঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ, পৌর বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদ, সাবেক সিনিয়র সহ- সভাপতি সাংগাঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রাজাসহ , উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বক্তব্যে প্রধান অতিথি বলেন, দেশে ও দেশের বাইরে সিএসএফ এর মাধ্যেমে দৃষ্টি প্রতিবন্ধি শিশুদের চোখের আলো ফিরিয়ে দিতে আমরা কাজ করে যাচ্ছি এবং এই শাহজাদপুর উপজেলার দৃষ্টি প্রতিবন্ধি ও প্রতিবন্ধিদের সু চিকিৎসা ও প্রশিক্ষন দেওয়া হচ্ছে এবং বিনামুল্যে – সল্পমুল্যে চোখের চিকিৎসা করা হচ্ছে এই শাহজাদপুরে। তিনি সাধারন মানুষের উদ্দেশ্যে বলেন, আসুন আমরা এই শাহজাদপুরে সকল দৃষ্টি প্রতিবন্ধিদের পাশে দাড়াই সহযোগিতার হাত বাড়াই। আলোচনা সভা শেষে একটি বিশাল র্যালি বের করা হয় র্যালিটির শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি এবং র্যালি শেষে দিনব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।