
ডেস্ক রিপোর্ট
অন্তর্বর্তী সরকারের আমলে প্রথমবারের মতো দুটি সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল সম্প্রচারের লাইসেন্স পেয়েছে। চ্যানেল দুটি হলো ‘নেক্সট টিভি’ ও ‘লাইভ টিভি’—যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন নতুন রাজনৈতিক দল এনসিপি এবং জাতীয় নাগরিক কমিটি-র সঙ্গে যুক্ত দুই ব্যক্তি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের শুরুতে বা বছরের মাঝামাঝি সময়ে চ্যানেল দুটি সম্প্রচারে যাবে।
তথ্য অনুযায়ী, নেক্সট টিভি-এর অনুমোদন দেওয়া হয় গত ২৪ জুন। ‘৩৬ মিডিয়া লিমিটেড’-এর নামে অনুমোদন পাওয়া এই চ্যানেলের অফিস পুরান ঢাকার গেন্ডারিয়ার করাতিটোলা লেনে অবস্থিত। চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. আরিফুর রহমান তুহিন। তিনি এর আগে ইংরেজি দৈনিক দ্য বিজনেস পোস্ট, বাংলা দৈনিক দেশ রূপান্তর ও নয়াদিগন্ত-এ সাংবাদিক হিসেবে কাজ করেছেন।
অন্যদিকে, লাইভ টিভি অনুমোদন পায় গত ১৪ জুলাই। এটি ‘মিনার্ভা মিডিয়া লিমিটেড’-এর নামে নিবন্ধিত, যার ঠিকানা গুলশান-১-এর ১৪৩ নম্বর সড়কে। চ্যানেলটির এমডি আরিফুর রহমান অরণ্য, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা অনুষদের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী এবং ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত ইংরেজি দৈনিক নিউএজ-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ছিলেন। অরণ্য জাতীয় নাগরিক কমিটির সদস্য ছিলেন, যদিও এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেননি।
বিষয়টি নিশ্চিত করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্প্রচার অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আলতাফ-উল-আলম বলেন, “দুটি টেলিভিশনের অনুমোদন দেওয়া হয়েছে, এটি আগের সিদ্ধান্ত অনুযায়ী সম্পন্ন হয়েছে।”
জানা গেছে, আওয়ামী লীগ সরকারের ১৫ বছর ৬ মাস মেয়াদে মোট ২৮টি বেসরকারি টেলিভিশন স্টেশনকে সম্প্রচার লাইসেন্স দেওয়া হয়, যার অধিকাংশই সরকারঘনিষ্ঠ ব্যবসায়ী, রাজনীতিক ও সাংবাদিকদের হাতে যায়। এবার অন্তর্বর্তী সরকারের সময়ও একই ধরনের অভিযোগ উঠেছে।
বর্তমানে দেশে মোট ৫০টি বেসরকারি টেলিভিশন চ্যানেল অনুমোদিত রয়েছে। এর মধ্যে ৩৬টি পূর্ণ সম্প্রচারে আছে, আর ১৪টি সম্প্রচারের অপেক্ষায়।
যোগাযোগ করা হলে লাইভ টিভি-এর এমডি আরিফুর রহমান অরণ্য বলেন, “কাগজপত্রের কিছু আনুষ্ঠানিকতা এখনো বাকি আছে। আশা করছি আগামী বছর সম্প্রচারে যেতে পারব। এখন ফ্রিকোয়েন্সি পাওয়ার কাজ চলছে।”
অন্যদিকে, নেক্সট টিভি-এর এমডি আরিফুর রহমান তুহিন সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, “এ বিষয়ে এখনই কিছু বলতে চাই না। সময় হলে আনুষ্ঠানিকভাবে জানাব।”