
ইয়াসির আরাফাত
সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমের রাজধানীর আজিমপুর এলাকার একটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। রোববার দুপুর ১২টার দিকে গুলশানারা মাসুদা টাওয়ার নামের ওই ভবনে অভিযান শুরু হয়।
লালবাগ থানার ওসি মো. মোস্তফা কামাল খান জানান, যৌথ বাহিনী অভিযান পরিচালনা করছে এবং এ বিষয়ে পুলিশের সদস্যরা সরাসরি জড়িত নন। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যৌথ বাহিনীই পুরো অভিযান পরিচালনা করছে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, বাড়ির আন্ডারগ্রাউন্ড পার্কিং থেকে ছয়টি বিলাসবহুল গাড়ি জব্দ করা হয়েছে। এর মধ্যে একটি গাড়িতে সংসদ সদস্যের লোগোও রয়েছে।
অভিযান চলাকালে বাড়ির তত্ত্বাবধায়ককে আটক করা হয়েছে। জব্দ গাড়িগুলোর মালিকানা ও বৈধতা সম্পর্কে তিনি কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি বলে জানিয়েছে যৌথ বাহিনী। অভিযান শেষে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।