
মোঃ আব্দুল হক মানিক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ- ৪ (উল্লাপাড়া সলঙ্গা একাংশ )আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি,এবং উল্লাপাড়া উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম নেতা কে.এম. শরফুদ্দিন মঞ্জু দীর্ঘদিন থেকে রাজনৈতিক সংগ্রাম এবং সমাজ সেবামূলক কর্মকা-ের জন্য ইতিমধ্যেই উল্লাপাড়া সলংগার মানুষের কাছে পরিচিত মুখ হিসেবে জায়গা করে নিয়েছেন। কে.এম শরফুদ্দিন মন্জু আসন্ন নির্বাচনে জনগণের সেবা করার প্রয়াসে দলীয় মনোনয়ন পেতে গণসংযোগ, চা চক্র এবং উঠান বৈঠক অব্যাহত রেখেছেন । তিনি দীর্ঘ দিন থেকেই এই এলাকার অসহায় গরীব, দুঃখী মানুষকে আর্থিক সহায়তাকরাসহ সকল সমস্যা ও দুর্দিনে তাদের পাশে থেকে তাদের সকল প্রকার সাহায্য সহযোগিতা প্রদান করে ইতিমধ্যেই এলাকায় ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন। কে. এম শরফুদ্দিন মন্জু ১৯৫৪ সালে ২ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ জেলার, উল্লাপাড়া থানার, নবগ্রামে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম এ.এন.এ নূরুল হুদা এবং মাতা নাম মরহুম সালেহা নূর।তিনি কলেজ অফ লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজিতে পড়াশোনা করেছেন। এখানে ছাত্র থাকা কালীন ছাত্রদল মনোনীত প্রথম ভিপি হন ১৯৭৯ইং সালে।লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি সোসাইটি বাংলাদেশের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন ২০০৬-১২ সাল পর্যন্ত। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় তিনি ,তার বড় ভাই এবং বাবা পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্পে দীর্ঘদিন বন্দী ছিলেন এবং সেই সময় তার বড় ভাই পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে শহীদ হন। ৯০এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় তিনি প্রায় আড়াই মাস স্বৈরাচারী সরকার কর্তৃক জেলে বন্দি ছিলেন। তিনি ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের বীর সৈনিক শহীদ নাজির উদ্দিন জেহাদের ভাই। যার রক্তের প্রতিটি কণা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। কে. এম শরফুদ্দিন মঞ্জু একজন সৎ, নিবেদিত প্রাণ, যোগ্য নেতা তার জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে। তার নির্বাচনী এলাকায় ইতিমধ্যেই ব্যাপক গণ সংযোগ , উঠান বৈঠক, মতবিনিময় সভা এবং সুসংগঠিত করার কাজ চালিয়ে যাচ্ছেন। উল্লাপাড়া এবং সলঙ্গার বিভিন্ন বাজারে,চা স্টলে এবং মোড়ে-মোড়ে তার পোস্টার ,ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে। সবখানেই এলাকার জনসাধারণ মনে করছেন কে. এম. শরফুদ্দিন মঞ্জু সাহেব কে ধানের শীষ প্রতীক দিলে সিরাজগঞ্জ -৪ (উল্লাপাড়া- সলঙ্গা একাংশ)আসনে বিএনপি’র বিজয় সুনিশ্চিত। তাই মনোনয়নের দৌড়ে এবং জনপ্রিয়তায় কে.এম শরফুদ্দিন মঞ্জু শীর্ষস্থানে রয়েছেন। কে.এম শরফুদ্দিন মন্জু বলেন,রাজনীতি আমার কাছে ক্ষমতার হাতিয়ার নয়, বরং মানুষের সেবা করার একটি মাধ্যম। ধানের শীষের একজন ক্ষুদ্রতম কর্মী হিসেবে আমি চাই, উল্লাপাড়া ও সলঙ্গায় হোক বেকারদের কর্মসংস্থান।প্রতিটি জনসাধারণের জন্য সুশিক্ষা, সুস্বাস্থ্যের ব্যবস্থা নিশ্চিত করা, এবং মাদক ও চাঁদাবাজমুক্ত শান্তির এক মডেল উপজেলা জনগণকে উপহার দেওয়া। জনগণের ভালোবাসা,সাহায্য ও সহযোগিতা পেলে আমি আমার সেই লক্ষ্য পূরণে সকলকে সাথে নিয়ে এগিয়ে যাব ইনশাআল্লাহ।