
নিজস্ব প্রতিবেদক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ক্ষমতায় যাওয়ার জন্য একটি ইসলামি দল ভারসাম্য হারিয়ে ফেলেছে। তিনি বলেন, জামায়াতে ইসলামী স্বাধীন রাজনৈতিক দল নয়, বরং অন্য দেশের দলের শাখা হিসেবে কাজ করছে।
রোববার রাজধানীর রমনা কালীমন্দিরে দুর্গাপূজা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এ মন্তব্য করেন রিজভী।
তিনি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, উৎসব বিভাজনের নয়, বরং সৌহার্দ্যের বার্তা দেয়। ধর্ম ভিন্ন হলেও জাতিসত্তা এক এবং রবীন্দ্রনাথ, নজরুল, লালন সবার ঐতিহ্যের অংশ বলেও মন্তব্য করেন তিনি।
রিজভী অভিযোগ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক স্বার্থে বিভাজন তৈরির চেষ্টা করেছিলেন, তবে সব ধর্মের মানুষের ঐক্যবদ্ধ অবস্থানের কারণে তা সফল হয়নি।
এ সময় তিনি সতর্ক করে বলেন, দেশে ষড়যন্ত্র এখনো চলছে এবং পূজার সময়কে কাজে লাগিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা হচ্ছে। দেশের এক ইঞ্চি জমির প্রতিও যদি কেউ কুনজর দেয়, তবে তা প্রতিহত করা হবে।