
নিজস্ব প্রতিবেদক
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানিয়েছেন, তিনি দুই মাস ধরে উপদেষ্টা পদ নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন। কবে এই পদ থেকে সরে দাঁড়াতে হবে, সে বিষয়েও কোনো ধারণা নেই বলে জানান তিনি।
রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘গণমাধ্যমের স্ব-নিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা: রাজনৈতিক ও নীতিগত দৃষ্টিভঙ্গি’ শীর্ষক সংলাপে এসব মন্তব্য করেন তিনি।
মাহফুজ আলম বলেন, “আমি দায়িত্ব গ্রহণ করি ২৮ ফেব্রুয়ারি, তখন রমজান চলছিল। রমজানের কারণে এক মাস কার্যত বন্ধ ছিল, এরপর আরও এক মাস স্থবিরতা কাটিয়েছি। এভাবেই দুই মাস কেটে গেছে অনিশ্চয়তার ভেতরে। কবে আমাকে এই পদ থেকে নামতে হবে, তা আমি জানি না।”
তিনি আরও বলেন, গত মে মাস থেকে রাজনৈতিক দলগুলো ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ দাবি করতে শুরু করে। তার বাসার আশেপাশেও এ দাবিতে স্লোগান শোনা গেছে বলে উল্লেখ করেন তিনি।
তথ্য উপদেষ্টা জানান, অন্য সব উপদেষ্টা ৮ আগস্ট শপথ নিলেও তিনি শপথ নেন ১০ নভেম্বর। তবে দায়িত্ব পান ২৮ ফেব্রুয়ারি এবং ১ মার্চ দপ্তরে যোগ দেন। এর ফলে কার্যত মাত্র ৬০ থেকে ৭০ দিন কাজের সুযোগ পেয়েছেন বলে জানান মাহফুজ আলম।