চিন্ময় দাস বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি

ডেস্ক রিপোর্ট:
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতার ও জামিন নামঞ্জুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। এক বিবৃতিতে তারা বাংলাদেশের সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, চিন্ময়ের বিরুদ্ধে অভিযোগ দাখিল এবং জামিন নাকচের বিষয়টি তারা গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে। এটি এমন সময় ঘটছে, যখন বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর একাধিক চরমপন্থী হামলা, সম্পত্তি লুটপাট, অগ্নিসংযোগ এবং মন্দির অবমাননার ঘটনা ঘটেছে।

ভারত দাবি করেছে, চরমপন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে শান্তিপূর্ণ সমাবেশে অংশ নেওয়া একজন ধর্মীয় নেতাকে অভিযুক্ত করা দুঃখজনক। তারা বাংলাদেশ সরকারের প্রতি সংখ্যালঘুদের নিরাপত্তা এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

More From Author

সামনে এসেছে চট্টগ্রামে আইনজীবী হত্যাকারীদের ছবি

ভারতের বিবৃতির (চিন্ময় ইস্যু) কড়া প্রতিবাদ জানাল বাংলাদেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *