ভারত হাসিনাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করে

নিজস্ব প্রতিবেদক:


“ছাত্র–জনতার আন্দোলনের প্রেক্ষাপটে শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন, এবং ভারত তাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করে। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এই তথ্য জানান।

এক সাংবাদিক প্রশ্ন করেন, ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগের পাঠানো শুভেচ্ছা বার্তায় শেখ হাসিনাকে ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী’ বলা হয়েছে। এ বিষয়ে ভারতের মন্তব্য জানতে চাইলে জয়সোয়াল বলেন, আমরা আগেই উল্লেখ করেছি যে তিনি (শেখ হাসিনা) বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী। তাই আমাদের অবস্থান এটাই।

এছাড়া, ভারতের মতে, বাংলাদেশের চট্টগ্রামে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার পেছনে ‘চরমপন্থীরা’ দায়ী। তারা এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

জয়সোয়াল বলেন, চট্টগ্রামে হিন্দুদের লক্ষ্যবস্তু বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘উত্তেজনা সৃষ্টিকারী’ পোস্ট দেওয়া হয়েছে, যার ফলে হিন্দু সম্প্রদায়ের লোকজন এবং তাদের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা হয়েছে। আমরা জানতে পেরেছি যে এসব ঘটনার পেছনে চরমপন্থীরা রয়েছে।”

More From Author

দক্ষিণ এশিয়া গ্রিড তৈরির আহ্বান প্রধান উপদেষ্টার

ভারতে হিন্দু নারীকে ধর্ষণের গুজব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *