বিশেষ প্রতিনিধি, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ জেলায় এবারের এইচএসসি এবং আলিম পরীক্ষায় সাতটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোন পরীক্ষার্থী পাশ করেনি ।যার মধ্যে রয়েছে দুটি মাদ্রাসা ও পাঁচটি কলেজ। বিগত কয়েক বছরে জেলায় একসঙ্গে এতগুলো শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল হওয়ার ঘটনা এই প্রথম। শতভাগ পরীক্ষার্থী ফেল করা কলেজ গুলো হল তাড়াশ উপজেলার মধুনগর আদিবাসী আদর্শ কলেজ ও রানির হাট আদর্শ কলেজ এছাড়া শাহজাদপুর উপজেলার ড. মোজাহারুল ইসলাম মডেল কলেজ ও খুকনি মাল্টিলেটার হাই স্কুল এন্ড কলেজ ,সিরাজগঞ্জ সদরের ছোনগাছা মহিলা কলেজ অপরদিকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত আলিম পরীক্ষায় উল্লাপাড়া উপজেলার বন্যাকান্দি আলিম মাদ্রাসা এবং পুকুরপাড় এস এন্ড বি ফাজিল মাদ্রাসা থেকে কেউ পাশ করতে পারেনি। এই রেজাল্টে অত্র এলাকার সাধারণ জন মানুষের মনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পড়াশোনার মান নিয়ে নানা আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করেন, শিক্ষকের সংকট, অনিয়মিত ক্লাস, শিক্ষার্থীদের মোবাইল আসক্তি এই খারাপ ফলাফলের প্রধান কারন। প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের মোবাইল বন্ধ পাওয়া যায় । অনেকেই মনে করেন শিক্ষক নিয়োগে স্বজন প্রীতি , সঠিকভাবে প্রশাসনিক নজরদারির অভাব এবং শিক্ষার্থীদের পড়াশোনায় অনীহা এই খারাপ রেজাল্টের অন্যতম কারণ । শিক্ষার্থীদের অভিযোগ অনেক কলেজে নিয়মিত ক্লাস হয় না এবং প্রয়োজনীয় শিক্ষকও নেই। গত বছর সিরাজগঞ্জে শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল দুইটি এবছর তা বেড়ে সাতে দাঁড়িয়েছে। । শিক্ষাবিদদের মতে, এই রেজাল্ট সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শুধু যেএকটি চিত্র তা নয়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর লেখাপড়ার গুণগত মানের অবনতির বার্তা। তাই অতি দ্রুত সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কে পড়ালেখার গুণগত মান উন্নয়নের জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।