নিজস্ব প্রতিবেদক
বিএনপিকে জুলাই অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, জুলাই যোদ্ধাদের ফ্যাসিবাদের দোসর বলা হয়েছে বলে যে প্রচার করা হয়েছে, তা উদ্দেশ্যপ্রণোদিত ও আংশিকভাবে প্রচারিত।
রবিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমার বক্তব্যের মাধ্যমে জুলাই যোদ্ধাদের সম্মানিত করার চেষ্টা করেছি। ঐক্যের মধ্যে কোনো বিভেদ বা কলঙ্কের দাগ লাগুক, তা আমরা চাই না। তাই বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সবার সচেতন থাকা প্রয়োজন।”
তিনি অভিযোগ করেন, জুলাই সনদ স্বাক্ষরের দিন পুলিশের সঙ্গে সংঘর্ষের প্রেক্ষাপটে দেওয়া তাঁর বক্তব্যের অংশবিশেষ কেটে প্রচার করা হয়েছে। “আমি কাউকে আঘাত করতে চাইনি, বরং জুলাই যোদ্ধাদের মর্যাদা রক্ষার পক্ষে অবস্থান নিয়েছি,” বলেন সালাহউদ্দিন আহমেদ।
বিএনপির এই নেতা আরও বলেন, “জামায়াতের আমির এই বিষয়ে যে স্ট্যাটাস দিয়েছেন, আমি সেটিকে সমর্থন করি। গতকালের বক্তব্যের জন্য আমি দুঃখ প্রকাশ করছি। একটি রাজনৈতিক দল আমাকে ক্ষমা চাইতে বলেছে, আমি সেটিকে ইতিবাচকভাবে নিয়েছি।”
তিনি জানান, “জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে কিছু উশৃঙ্খল ব্যক্তির কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। আমি তখনই বলেছিলাম, প্রকৃত জুলাই যোদ্ধারা এতে জড়িত নয়। তাদের যেন কেউ অসম্মান না করে— সেটিই ছিল আমার উদ্দেশ্য।”
সালাহউদ্দিন আহমেদ বলেন, বিএনপি জুলাই যোদ্ধাদের সর্বদা শ্রদ্ধা করে এবং তাদেরকে দলের শক্তি হিসেবে দেখে। “তারা যাতে কোনোভাবেই সমালোচিত না হন, সে ব্যাপারে আমরা সতর্ক।”
গণভোটের প্রসঙ্গে তিনি জানান, প্রয়োজনে বিষয়টি নিয়ে আবারও আলোচনা হতে পারে। সবকিছু বিবেচনা করে সরকার প্রজ্ঞাপন জারি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এর আগে শনিবার জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীতে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই যোদ্ধাদের নিয়ে মন্তব্য করেন সালাহউদ্দিন আহমেদ। তাঁর ওই বক্তব্য ঘিরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয় এবং বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে সমালোচনার সৃষ্টি হয়।