
নিজস্ব প্রতিবেদক
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় এক মাদ্রাসা অধ্যক্ষ ও জামায়াত নেতার বিরুদ্ধে তার কন্যাকে যৌন হয়রানির অভিযোগ এনে এক মা সংবাদ সম্মেলন করেছেন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সপ্তম শ্রেণির ওই ছাত্রী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। লজ্জা, ভয় ও আতঙ্কে তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
অভিযুক্ত ব্যক্তি মোহাম্মদ আলী বাগমারা আইডিয়াল মাদ্রাসার অধ্যক্ষ এবং নবাবগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি পদে দায়িত্ব পালন করছেন।
লিখিত বক্তব্যে ওই কিশোরীর মা অভিযোগ করেন, গত ২৩ সেপ্টেম্বর তার মেয়েকে যৌন নিপীড়ন করেন মোহাম্মদ আলী। এ সময় ছুরি দেখিয়ে ঘটনা কাউকে না বলতে তাকে ভয় দেখানো হয়। পরবর্তীতে ৩০ সেপ্টেম্বর মাদ্রাসায় যাওয়ার পর ছাত্রীটি দুপুরে অসুস্থ বোধ করলে তাকে নবাবগঞ্জের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে তার মানসিক অবস্থার অবনতি ঘটায় গতকাল তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়।
মায়ের দাবি, তার মেয়ে এখন ভয়ে কোনো কথা বলতেই পারছে না। মানুষ দেখলেই তিনি আতঙ্কিত হয়ে পড়ছেন। এ অবস্থায় প্রভাবশালী ওই নেতার বিরুদ্ধে দ্রুত অধ্যক্ষ পদ থেকে তার অপসারণ ও শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে কথা বলতে গিয়ে মা কান্নায় ভেঙে পড়েন।
অভিযোগের প্রতিক্রিয়ায় মোহাম্মদ আলী এটিকে সাজানো ও উদ্দেশ্যমূলক বলে উল্লেখ করেন। তার দাবি, “প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করতে এ মিথ্যা ঘটনা তৈরি করা হয়েছে। আমার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি মহল ইচ্ছাকৃতভাবে এ কাজ করছে।”
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।