
নিজস্ব প্রতিবেদক
জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮০তম অধিবেশনে আজ (শুক্রবার) ভাষণ দেবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। নিউইয়র্ক সময় সকাল ৯টায় অধিবেশন শুরু হবে, আর অধ্যাপক ইউনূস থাকবেন দিনের দশম বক্তা।
সূত্র জানায়, তাঁর বক্তব্যে অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কর্মসূচি, চলমান অর্থনৈতিক পুনরুদ্ধার, ২০২৪ সালের জুলাইয়ের গণ-আন্দোলনের প্রেক্ষাপট, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং রোহিঙ্গা সংকটের বিষয়টি গুরুত্ব পাবে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার এক সংবাদ ব্রিফিংয়ে জানান, ভাষণের মূল বার্তা হবে—বিশ্বকে জানানো যে আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে একটি অংশগ্রহণমূলক, নিরপেক্ষ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। একইসঙ্গে গণতান্ত্রিক উত্তরণের পথে সরকারের প্রতিশ্রুতি ও দায়বদ্ধতাও তুলে ধরা হবে।
নিউইয়র্কে উচ্চপর্যায়ের নৈশভোজে শ্রম সংস্কার ইস্যুতে ঐকমত্য
বৃহস্পতিবার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের আয়োজনে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এক নৈশভোজে শ্রম আইন, শ্রমিক অধিকার এবং চলমান সংস্কার নিয়ে বিশদ আলোচনা হয়। উপস্থিত ছিলেন জাতিসংঘ কর্মকর্তাসহ বিভিন্ন দেশের কূটনীতিক ও বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।
প্রধান অতিথি হিসেবে অধ্যাপক ইউনূস বলেন, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং শ্রমখাতকে টেকসই করতে সংস্কার অপরিহার্য। তিনি জানান, অন্তর্বর্তী সরকার আইএলও কনভেনশনের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্বাচন পূর্ববর্তী পর্যায়ে গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারাও অংশ নেন। তাঁরা শ্রমখাত সংস্কারের ধারাবাহিকতা বজায় রাখার পক্ষে একমত হন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পোশাকশিল্প বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। ভবিষ্যৎ সরকার যেই আসুক, এ খাতের প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে।
জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, তাঁদের দলের বহু নেতা পোশাকশিল্পে সরাসরি যুক্ত ছিলেন, যা এ খাতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার জন্য কার্যকর অভিজ্ঞতা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবীর বলেন, শ্রমখাত সংস্কার শুধু অব্যাহত রাখাই নয়, আরও সম্প্রসারিত করাও জরুরি।
তিন দলের নেতারা একযোগে দাবি তোলেন—পোশাক রপ্তানিতে ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। শুধুমাত্র বিদেশি ক্রেতাদের শর্তে নয়, বরং ন্যায্যতার ভিত্তিতে দাম নির্ধারণে সর্বদলীয় ঐক্যমতের প্রয়োজন রয়েছে।
এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে শ্রম নিরাপত্তা ইস্যুতে মানবিক দৃষ্টিভঙ্গির গুরুত্ব তুলে ধরেন। রানা প্লাজা দুর্ঘটনার সময় চিকিৎসা সহায়তা দেওয়ার অভিজ্ঞতা থেকেই তাঁর রাজনৈতিক সচেতনতার সূচনা—এমনটাই জানান তিনি।
সমাপনী বক্তব্যে অধ্যাপক ইউনূস বলেন, শ্রমখাতের সংস্কার শুধু অর্থনৈতিক উন্নয়নের জন্য নয়, শ্রমিকদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতেও অত্যন্ত জরুরি।
বাংলাদেশি কর্মী নিতে আগ্রহ প্রকাশ আলবেনিয়ার
জাতিসংঘ অধিবেশনের ফাঁকে অধ্যাপক ইউনূসের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে আলবেনিয়ার প্রেসিডেন্ট বাজরাম বেগাজ বাংলাদেশি কর্মীদের নিয়োগে গভীর আগ্রহ প্রকাশ করেন। তিনি জানান, দেশটিতে শ্রমশক্তির ঘাটতি মেটাতে ইতিমধ্যেই একাধিক আলবেনীয় প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের আবেদন করেছে।
এ সময় তিনি পর্যটন খাতেও সহযোগিতার সম্ভাবনার কথা বলেন। দক্ষিণ আলবেনিয়াকে সম্ভাবনাময় পর্যটন গন্তব্য হিসেবে তুলে ধরে বাংলাদেশি পর্যটকদের সেখানে আমন্ত্রণ জানান প্রেসিডেন্ট বেগাজ।