
নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম পাড় গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ এর সদস্যরা ৫৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র্যাব-১২-এর সহকারী পুলিশ সুপার ও অপারেশন কর্মকর্তা মো. উসমান গণি।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নোয়াখালী জেলার সদর উপজেলার আন্ডারচর গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে মো. রাসেদ (২৮) এবং জামালপুর জেলার মেলান্দহ উপজেলার রাজেশপুর গ্রামের মৃত শাহ আলীর ছেলে মো. রোবেল আহাম্মদ (৪৫)।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অভিযানে মাদক কারবারিদের কাছ থেকে ৫৬ কেজি গাঁজা ছাড়াও নগদ ৩ হাজার টাকা, ৩টি মোবাইল ফোন এবং একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। র্যাব জানিয়েছে, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে তাদের এই ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।