
নিজস্ব প্রতিবেদক
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আগামী ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য গঠন কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকটি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। আজ সোমবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
এর আগে, প্রধান উপদেষ্টা বিএনপির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। প্রেস সচিব শফিকুল আলম জানান, সংস্কার কমিশনের সদস্যরা, বিভিন্ন রাজনৈতিক দল এবং জুলাই গণঅভ্যুত্থানের শরিকরা এ বৈঠকে অংশ নেবেন।
তিনি আরও বলেন, প্রথম বৈঠকে সকল রাজনৈতিক দল অংশ নেবে এবং পরবর্তীতে বৈঠকগুলো সম্মিলিতভাবে নাকি পৃথকভাবে হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বৈঠকে বিএনপি কি দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে— এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা উল্লেখ করেছেন যে, জাতীয় ঐকমত্য গঠন কমিশনের কাজ দ্রুত এগিয়ে নেওয়া হবে। তিনি স্মরণ করিয়ে দেন যে, নির্বাচন চলতি বছরের ডিসেম্বর অথবা ২০২৬ সালের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে বলে আগেই ঘোষণা দেওয়া হয়েছে।
প্রেস সচিব আরও বলেন, নির্বাচন কখন হবে তা রাজনৈতিক দলগুলোর চাওয়ার ওপর নির্ভর করবে। তিনি বলেন, “যদি সব রাজনৈতিক দল বলে আমরা ডিসেম্বরে নির্বাচন চাই, তবে প্রধান উপদেষ্টা সেই সিদ্ধান্তকেই গুরুত্ব দেবেন। তিনি কোনো নির্দিষ্ট তারিখে স্থির থাকবেন না।”
বিএনপির পক্ষ থেকে সংস্কারের বিষয়ে পূর্ণ সমর্থন দেওয়া হয়েছে বলেও জানান শফিকুল আলম। তিনি বলেন, “বিএনপি বলেছে, ‘আপনারা সংস্কার করবেন, আমরা তা চাই। আমরা সকল কমিশনে প্রস্তাবনা দিয়েছি এবং আমরা আপনাদের সঙ্গে আছি।’”