
ডেস্ক রিপোর্ট
অন্তর্বর্তীকালীন সরকার সারাদেশে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, তারা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত এবং সহিংসতার যেকোনো প্রচেষ্টাকে কঠোরভাবে মোকাবিলা করবে।
বৃহস্পতিবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে সংঘটিত ভাঙচুরের ঘটনাকে “অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত” বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া ভারতে পলাতক অবস্থায় থাকা শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
এর আগে দুই দিন ধরে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর এবং শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ভাঙচুরের ঘটনায় সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন উঠেছিল। নতুন বিবৃতিতে সরকার এই বিষয়ে স্পষ্ট ও কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে।