হাসনাত-সার্জিসকে ট্রাকচাপা দিয়ে ‘হত্যাচেষ্টা’

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা ও কবরে শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমের গাড়িকে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক মো. তরিকুল ইসলাম।

ফেসবুকে এক পোস্টে জানানো হয়, ট্রাকটি তাদের বহরে আঘাত করার চেষ্টা করে এবং বাইক নিয়ে আটকানোর চেষ্টা করলে বাইকারদেরও চাপা দেওয়ার চেষ্টা করা হয়। ভাগ্যক্রমে কেউ হতাহত হয়নি।

More From Author

আইনজীবী হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে রাজনীতিকরণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *