নিজস্ব প্রতিবেদক:
সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল–আসাদের সরকারের বিরুদ্ধে বিদ্রোহীরা গত বুধবার কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় হামলা চালিয়েছে। মাত্র তিন দিনের মধ্যেই তারা আলেপ্পো শহরের নিয়ন্ত্রণ নিয়েছে, যা সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর।
এই আক্রমণের প্রতিক্রিয়ায় রাশিয়া ২০১৬ সালের পর প্রথমবারের মতো আলেপ্পোতে সরকারি বাহিনীর পক্ষে বিমান হামলা চালিয়েছে। বিদ্রোহীদের প্রবল চাপ সহ্য করতে না পেরে সরকারি সেনারা শহর ছেড়ে চলে গেছে।
আলেপ্পোর নিয়ন্ত্রণ নেওয়ার পর বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল–শাম (এইচটিএস) এবার উত্তরাঞ্চলের হামা প্রদেশের দিকে অগ্রসর হচ্ছে। সিরীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, ইসলামপন্থী এই সশস্ত্র গোষ্ঠী দীর্ঘদিন ধরে সিরিয়ার যুদ্ধে সক্রিয়।
এই হামলার ফলে সিরিয়ার রাজনৈতিক পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে গেছে। বিদ্রোহীদের এই সাফল্য প্রেসিডেন্ট বাশার আল–আসাদের জন্য সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।