গাজার বিস্ফোরণে চার ইসরায়েলি সেনা নিহত

ডেস্ক রিপোর্ট:


গাজার উত্তরাঞ্চলের জাবালিয়ায় একটি বিস্ফোরণে চার ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার উত্তরের গাজা উপত্যকায় হামলা চলাকালে তাঁদের মৃত্যু হয়েছে, এ তথ্য জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। নিহত সেনাদের মধ্যে রয়েছেন স্টাফ সার্জেন্ট ওর কাৎজ (২০), স্টাফ সার্জেন্ট নাভে ইয়ায়ার আসুলিন (২১), স্টাফ সার্জেন্ট গ্যারি লালরুয়াকিমা জোলাট (২১) এবং স্টাফ সার্জেন্ট ওফির ইলিয়াহু (২০)। তারা সবাই কফির ব্রিগেডের শিমশন ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।

এই চার সেনার মৃত্যুর পর গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলি অভিযানে নিহত সেনাদের সংখ্যা ৩৭৫ জনে পৌঁছেছে।

এর আগে, গত রবিবার গভীর রাতে, ইসরাইলি বাহিনী জাবালিয়া অঞ্চলের এক ভবনে হামলা চালিয়ে অন্তত ৩৫ জন ফিলিস্তিনীকে হত্যা করেছে। নিহতদের মধ্যে বেশিরভাগই শিশু ও প্রতিবন্ধী ছিল, যারা সেই ভবনে আশ্রয় নিয়েছিল।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ‘ভবনটির সবাই নিহত হয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি। এর ধ্বংসাবশেষ থেকে নিহতদের বিভক্ত টুকরা এবং থেঁতলে যাওয়া লাশ উদ্ধার করা হয়েছে।’

More From Author

বিতর্কিত কাউকে উপদেষ্টার দায়িত্ব দেওয়া উচিত নয়-মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে আবারও পলিসি সুদহার ১০% বাড়িয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *