নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগ নেতা হাজি সেলিমের ছেলে এবং সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম এবং তোফায়েল আহমেদের ভাতিজা সাবেক এমপি আলী আজম মুকুল আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার সময় তারা এই স্লোগান দেন।
প্রত্যক্ষদর্শী আইনজীবীদের মতে, দুপুরের পর তাদের আদালতের হাজতখানায় রাখা হয় এবং দুপুর ২টার পর শুনানির জন্য আদালতে তোলা হয়। এই সময় পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে, মাথায় হেলমেট এবং গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট পরিহিত অবস্থায় তারা স্লোগান দেন।
ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম উৎসুক জনতা ও আইনজীবীদের উদ্দেশে বলেন, ‘শেখ হাসিনা আবার আসবেন।’
এর আগে, গতকাল বুধবার গভীর রাতে চকবাজার থানা-পুলিশ গুলশানের একটি বাসা থেকে সোলাইমান সেলিমকে গ্রেপ্তার করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চকবাজারের একটি প্লাস্টিক কারখানার শ্রমিক রাকিব হাওলাদার হত্যার মামলায় তার ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। তবে মামলার মূল নথি মহানগর দায়রা জজ আদালতে থাকায় রিমান্ড শুনানি হয়নি। পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং রিমান্ড ও জামিন শুনানির জন্য ২৭ নভেম্বর দিন ধার্য করেন।
অন্যদিকে, শিক্ষার্থী নাহিদুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ জামিন আবেদন নামঞ্জুর করে এই নির্দেশ দেন।
আলী আজম মুকুলকে আদালতে হাজির করার পর মামলার তদন্ত কর্মকর্তা তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এর আগে, বুধবার সন্ধ্যায় হাজারীবাগ এলাকা থেকে র্যাব-২ তাকে গ্রেপ্তার করে এবং পরে মিরপুর মডেল থানায় হস্তান্তর করে।