ডেস্ক রিপোর্ট:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার মুখ্য সচিব হিসেবে সাবেক যুগ্ম সচিব মো. সিরাজ উদ্দিন মিয়াকে অন্যান্য কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে দুই বছর মেয়াদে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে।
দীর্ঘদিন ওএসডিতে থাকা এ এস এম সালেহ আহমেদকে ভূমিসচিব পদে দুই বছর মেয়াদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। এত দিন ধরে ভূমিসচিবের দায়িত্বে থাকা মো. খলিলুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি করা হয়েছে।
এ ছাড়া নিয়োগের দুই দিনের মাথায় নতুন নৌপরিবহন সচিবকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। ২য় অক্টোবর ২০২৪, বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।