বন্ধ মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল রুট

ডেস্ক রিপোর্ট:

যান্ত্রিক ত্রুটির কারণে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টা ৪৫ থেকে এই রুটে মেট্রোরেল চলাচল বন্ধ হয়। তবে উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে।

আগারগাঁও-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল বন্ধ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইন্টেন্যান্স) নাসির উদ্দিন আহমেদ ঢাকা পোস্টকে বলেন, ‘ওই পথে ভালো রকমের একটা সমস্যা হয়েছে। এটা ঠিক করতে সময় লাগবে। মেট্রোরেল আপাতত আগারগাঁও (উত্তরা থেকে) পর্যন্ত চালাচল করছে।’

সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) বলেছে, মেট্রোরেল চলাচল শুরু হলে তারা যাত্রীদের এ বিষয়ে অবহিত করবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ডিএমটিসিএলের ভেরিফায়েড পেজে এই খবর দেওয়া হয়েছে।

More From Author

বাংলাদেশে ২৮ শতাংশ রপ্তানি কমেছে ভারতের এই আগস্টে

সন্ত্রাসবিরোধী আইনের অপপ্রয়োগ এখনই বন্ধ করতে হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *