দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের পদত্যাগের ঘোষণা

ডেস্ক রিপোর্ট:

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, অরবিন্দ কেজরিওয়াল জামিনে মুক্তির পর এবার দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফার সিদ্ধান্ত নিয়েছেন। রবিবার দুপুরে দলীয় এক সম্মেলনে আম আদমি পার্টির (আপ) প্রধান বলেন, দুই দিন পরে আমি মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেব। যতদিন না জনতার রায় পাচ্ছি, ততদিন আমি এই আসনে আর ফিরব না। কয়েক মাস পরেই দিল্লিতে ভোট রয়েছে। আদালতে আমি বিচার পেয়েছি। এবার জনতার আদালতে বিচার পাওয়ার অপেক্ষায় আছি। মানুষ যেদিন চাইবে, সেদিনই আমি আবার মুখ্যমন্ত্রীর পদে ফিরব।

উল্লেখ্য, কেজরিওয়াল দিল্লির আবগারি দুর্নীতি মামলায় প্রায় ৬ মাস জেলে ছিলেন। শীর্ষ আদালতের নির্দেশে গত শুক্রবার কারাগার থেকে মুক্তি পেয়েছেন দিল্লির এই মুখ্যমন্ত্রী। জেলমুক্তির দু’দিনের মধ্যেই এবার মুখ্যমন্ত্রীর পদ থেকে সড়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন।

More From Author

আসাদুজ্জামান নূর গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করেছে ৫ বছর আগে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *