
ডেস্ক রিপোর্ট
ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বৃহস্পতিবার মধ্যরাতে ভারত সরকার একটি বিবৃতি দিয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয়েছে, “শেখ মুজিবুর রহমান, যিনি দখলদার বাহিনী ও নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের বীরত্বপূর্ণ প্রতিরোধের প্রতীক ছিলেন, তার ঐতিহাসিক বাসভবনটি ৫ ফেব্রুয়ারি যেভাবে ধ্বংস করা হয়েছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক।”
বিবৃতিতে আরও বলা হয়েছে, “বাংলার স্বাধীনতা সংগ্রাম তার পরিচয় ও গর্বের প্রতীক। যারা এই সংগ্রামকে সম্মান করেন, তারা ভালো করেই জানেন বাংলাদেশের জাতীয় চেতনায় এই বাসভবনটির কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।”
ভারত সরকারের বিবৃতিতে এই হামলা ও ভাঙচুরের ঘটনাকে তীব্র ভাষায় নিন্দা করা হয়েছে।
ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করে বাংলাদেশ সরকার যে বার্তা দিয়েছে, সে বিষয়ে দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।