
নিজস্ব প্রতিবেদক
চাঁদপুর, ২২ ফেব্রুয়ারি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, স্থানীয় সরকারে জনপ্রতিনিধিদের অনুপস্থিতির কারণে জনগণ ন্যায্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাই দ্রুত স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করে উপযুক্ত সংস্কার নিশ্চিত করার পর জাতীয় নির্বাচন আয়োজন করা উচিত।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জ পশ্চিম বাজার সড়কে চাঁদপুর জেলা জামায়াত আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, “দেশের রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কার নিশ্চিত করার পরই আমরা একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন চাই। প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে নির্বাচন হওয়া উচিত, যাতে প্রতিটি ভোটের মূল্য থাকে এবং কোনো ভোট নষ্ট না হয়।”
তিনি আরও বলেন, “নির্বাচন থেকে কালো টাকা ও পেশিশক্তির প্রভাব দূর করতে প্রয়োজনীয় সংস্কার অবশ্যই প্রয়োজন। এ ছাড়া যাঁরা চাঁদাবাজিতে লিপ্ত, তাঁদের উদ্দেশ্যে বলছি— আল্লাহ ভিক্ষাকে হালাল করেছেন কিন্তু চাঁদাবাজিকে হারাম করেছেন। তাই চাঁদাবাজি থেকে বিরত থাকুন। প্রয়োজনে আমাদের কাছ থেকে সহযোগিতা চান, আমরা সহায়তা করতে প্রস্তুত আছি।”
চাঁদাবাজি প্রসঙ্গে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, “যাঁরা যানবাহন থেকে চাঁদাবাজি করেন, তাঁদের জেনে রাখা উচিত— এই অর্থ দেশের ১৮ কোটি মানুষের পকেট থেকে যায়। এমনকি গরিব ভিক্ষুকের পকেট থেকেও এই অর্থ খোয়া যায়। এ ধরনের কর্মকাণ্ড বন্ধ না হলে পরিস্থিতি আবারও কঠিন হয়ে উঠবে।”
পথসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া।