
নিজস্ব প্রতিবেদক
দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিরোধের দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ করেছে ইনকিলাব মঞ্চ। গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক লাকী আক্তার এবং দেশদ্রোহী সেবাদাসদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে তারা এই অবস্থান কর্মসূচি পালন করে। একইসঙ্গে তারা শাহবাগ মোড়ের নাম পরিবর্তন করে ‘খাজা সলিমুল্লাহ স্কয়ার’ করার ঘোষণা দেন এবং চারপাশে চারটি গেট নির্মাণের পরিকল্পনার কথা জানান।
গত বুধবার বিকেল ৪টায় জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় ইনকিলাব মঞ্চের কর্মীরা অবস্থান নেন। বৃহস্পতিবার রাত পর্যন্ত তাদের সেখানে অবস্থান করতে দেখা যায়।
বিক্ষোভ চলাকালে ছাত্র-জনতা বিভিন্ন স্লোগান দিতে থাকে, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল—‘জান দেব, জুলাই দেব না’, ‘শাহবাগ না বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ’; ‘বিচার বিচার বিচার চাই, শাহবাগের বিচার চাই’; ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’; ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’ ইত্যাদি।
অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, শাহবাগ ছিল মুসলিম লীগের প্রতিষ্ঠাতা খাজা সলিমুল্লাহর পারিবারিক সম্পত্তি। এখানে হিন্দুত্ববাদের বিরুদ্ধে লড়াই শুরু হয়েছিল। পরে খাজা সলিমুল্লাহ পূর্ব বাংলার মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেন এবং শাহবাগ এলাকাটি দান করেন।
বক্তারা জানান, শহিদ সালাহউদ্দিন কাদের চৌধুরী এবং শহিদ মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর সন্তানদের উপস্থিতিতে শাহবাগে দোয়া মাহফিলের মাধ্যমে নতুন আন্দোলনের সূচনা হলো। তারা বলেন, ভবিষ্যতে শাহবাগ মোড়ের নাম ‘খাজা সলিমুল্লাহ স্কয়ার’ করা হবে এবং চারটি গেট নির্মাণ করা হবে, যা শহিদ সালাহউদ্দিন কাদের চৌধুরী, শহিদ দেলাওয়ার হোসেন সাঈদী, শহিদ আব্দুল কাদের মোল্লা এবং শহিদ মীর কাশেম আলীর নামে নামকরণ করা হবে।
এই কর্মসূচির ফলে শাহবাগ এলাকায় ব্যাপক জনসমাগম ঘটে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিল এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।