ইয়াসির আরাফাত:
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার জানিয়েছেন, সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন ও রাষ্ট্রপতির দলীয় সদস্যপদ নিষিদ্ধ করার সুপারিশ বিবেচনায় রয়েছে। শনিবার কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় এসব প্রস্তাব উঠে আসে। বদিউল আলম বলেন, সভায় অংশগ্রহণকারীরা রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি ভোটের মাধ্যমে নিতে এবং রাষ্ট্রপতি কোনো দলের সদস্য হতে পারবে না বলে সুপারিশ করেছেন।
বদিউল আলম বলেন, সব সুপারিশ যাচাই-বাছাই করে কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে প্রস্তাব আকারে অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া সভায় নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক ঐক্যমত, ‘না’ ভোট ফিরিয়ে আনা, কারচুপি ও ভুয়া নির্বাচন প্রতিরোধে শাস্তির বিধান, নির্বাচন কমিশন আইন সংস্কার, এবং গণমাধ্যমের মালিকদের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করার মতো বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা হয়।
এর আগে, গত শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও নতুন রাষ্ট্রপতি নিয়োগ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়, যা বিভিন্ন আন্দোলন ও দাবির সূত্রপাত ঘটায়।