রাজনৈতিক দলগুলো সংস্কার চায় কিনা, তার ওপর আগামী জাতীয় নির্বাচনের সময় নির্ভর করবে-ড. মুহাম্মদ ইউনূস

নিজস্ব প্রতিবেদক:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনামকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে বলেছেন, রাজনৈতিক দলগুলো সংস্কার চায় কিনা, তার ওপর আগামী জাতীয় নির্বাচনের সময় নির্ভর করবে। যদি দলগুলো সংস্কার না চায়, তবে অবিলম্বে নির্বাচন দেওয়া হবে।

ড. ইউনূস আরও বলেন, নির্বাচন এবং সংস্কার সমান্তরালভাবে এগিয়ে চলবে, তবে কোনো কিছুই দলগুলোর ওপর চাপিয়ে দেওয়া হবে না। প্রশাসন শুধু প্রক্রিয়া সহজ করার কাজ করছে।

তিনি জানান, নির্বাচন কমিশন শিগগিরই ঘোষণা করা হবে এবং কমিশন স্বাধীনভাবে কাজ করবে। তবে সংস্কার কমিশনের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত নির্বাচন কমিশন কার্যক্রম শুরু করতে পারবে না।

ডিসেম্বরের শেষ নাগাদ সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। তবে তা বাস্তবায়নের জন্য রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন। জুলাইয়ের মধ্যে এই ঐকমত্যে পৌঁছানো সম্ভব হতে পারে।

ড. ইউনূস স্পষ্ট করেন, সংস্কার ও নির্বাচনের সময়সীমা পুরোপুরি রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।

More From Author

জামায়াতের আমিরকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় প্রধান শিক্ষককে জামায়াত কার্যালয়ে নিয়ে মারধর

আজ সেনাকুঞ্জে যাবেন খালেদা জিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *