
নিজস্ব প্রতিবেদক
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, দেশের রাজনৈতিক দলগুলো যদি নিজেদের মধ্যে অন্তঃসংঘাত বন্ধ করে, তাহলে যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে পারলেই গণতান্ত্রিক প্রক্রিয়া সঠিকভাবে এগিয়ে যাবে।
শুক্রবার (২১ মার্চ) রাজধানীর এক সভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাহফুজ আলম এ কথা বলেন। তিনি বলেন, “নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে, তবে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন। তাদের মধ্যে সংঘাত চলতে থাকলে নির্বাচন যথাসময়ে আয়োজন করা কঠিন হয়ে পড়বে।”
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও গণতন্ত্রের অগ্রগতির জন্য সুস্থ রাজনৈতিক পরিবেশ অপরিহার্য। সব রাজনৈতিক দলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “নির্বাচন নিয়ে অহেতুক বিভ্রান্তি না ছড়িয়ে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “সরকার চায় একটি অংশগ্রহণমূলক নির্বাচন। সেজন্য সব দলের সঙ্গে আলোচনা চলছে এবং আশা করছি, সবাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেবে।”
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে উত্তেজনা বাড়ছে এবং বিভিন্ন দল নিজেদের অবস্থান নিয়ে মুখোমুখি হচ্ছে। এ পরিস্থিতিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।