ভারতীয় পণ্য বর্জনের ‘ডাক’ রিজভীর

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং আগরতলার সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি প্রতীকী প্রতিবাদ হিসেবে নিজের স্ত্রীর দেওয়া একটি ভারতীয় শাড়ি ছুড়ে ফেলে দেন এবং পরে কর্মীদের সঙ্গে তা পুড়িয়ে দেন।

রিজভী বলেন, “যারা আমাদের দেশের পতাকা অপমান করে, আমরা তাদের দেশের পণ্য বর্জন করব। আমাদের মা-বোনেরা আর ভারতীয় শাড়ি কিনবে না, ভারতীয় সাবান বা টুথপেস্ট কিনবে না, এমনকি ভারতের কোনো পণ্যই ব্যবহার করবে না।”

তিনি আরও বলেন, “আমরা স্বনির্ভর। আমাদের দেশেই পেঁয়াজ হয়, যা ভারতের পেঁয়াজের চেয়ে ঝাঁঝালো, আর আমাদের মরিচও অনেক বেশি ঝাল। আমরা ছাদে মরিচ লাগাব, উঠানে পেঁপে গাছ লাগাব, কিন্তু ভারতের ওপর নির্ভর করব না। আমরা ভারতীয় পণ্য বর্জন করব।”

রিজভী তার স্ত্রীর একটি পুরনো ভারতীয় শাড়ি নিয়ে বলেন, “আজ আমি এই শাড়ি ছুড়ে ফেলে দিচ্ছি। এটি একটি ভারতীয় শাড়ি, যা আমার স্ত্রী আমাকে দিয়েছে। আজ এর মাধ্যমে আমরা দেখিয়ে দিচ্ছি, আর কোনো ভারতীয় শাড়ি নয়।”

তিনি দেশের নিজস্ব পণ্য ব্যবহারের আহ্বান জানিয়ে বলেন, “আমরা টাঙ্গাইলের শাড়ি পরব, রাজশাহীর সিল্ক ব্যবহার করব, কুমিল্লার খদ্দর পরব।” এ সময় কর্মীরা ভারতীয় পণ্য বর্জনের স্লোগান দেন: “বয়কট, বয়কট, ভারতীয় পণ্য বয়কট।”

More From Author

হরে কৃষ্ণ থেকে ‘উগ্রবাদী’: কীভাবে ইস্কন বাংলাদেশ সংকটের কেন্দ্রে পৌঁছালো

“কিভাবে একটি দেশের অর্থনীতি শুষে নেওয়া হলো”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *