
তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির চার মামলা হাইকোর্টে বাতিল
নিজস্ব প্রতিবেদক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে জুলাই হত্যাকাণ্ডের বিচার করা হবে। রবিবার (১৬ মার্চ) রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
এ সময় তারেক রহমান ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলে গুম-খুনের শিকার পরিবার এবং চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও ঈদ উপহার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
তিনি বলেন, “রাজনৈতিক কর্মী ও একটি দলের সদস্য হিসেবে স্বাভাবিকভাবে প্রত্যাশা করছি, সামনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনের মাধ্যমে কারা সরকার গঠন করবে, সে সিদ্ধান্ত জনগণ দেবে। তবে আগামী দিনে যারা দেশ পরিচালনার দায়িত্ব পাবে, তারা যেন জনগণের অধিকার প্রতিষ্ঠায় নির্যাতিত পরিবারগুলোর ন্যায্য বিচার নিশ্চিত করে।”
তারেক রহমান আরও বলেন, “আমরা যদি অন্যায়ের বিচার করতে না পারি, সুষ্ঠু বিচার না হয়, তাহলে হয়তো দেশে আবার অন্যায় সংঘটিত হবে। যে অন্যায় করবে, ন্যায়ের বিরুদ্ধে যাবে, তাঁকে অবশ্যই আইন অনুযায়ী শাস্তির সম্মুখীন হতে হবে। এ বিষয়ে আমরা আমাদের দলের অবস্থান পরিষ্কার করেছি।”
গুম ও নির্যাতনের চিত্র তুলে ধরে ইফতারে অংশ নেওয়া পরিবারগুলোর সদস্যদের উদ্দেশে তিনি বলেন, “এ ত্যাগের মূলে ছিল এদেশের মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা। আমি এবং আমার ভাই (আরাফাত রহমান কোকো) আপনাদেরই অংশ। সবার আত্মত্যাগেই এসেছে আজকের মুক্ত বাংলাদেশ।”
অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।