
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ এখনো ফ্যাসিবাদের জ্বালা থেকে সম্পূর্ণ মুক্ত হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ শাখা।
শফিকুর রহমান বলেন, “বাংলাদেশ ফ্যাসিবাদীদের তাড়িয়েছে, তবে আমরা এখনো তাদের অপকর্মের ছায়া থেকে পুরোপুরি মুক্ত হতে পারিনি। যদি আমি নিজেও সেই অপকর্মগুলোর পুনরাবৃত্তি করি, তবে আমিও এক ধরনের ফ্যাসিবাদী হয়ে উঠব।”
তিনি শহিদদের রক্তের প্রতি সম্মান জানাতে আহ্বান জানিয়ে বলেন, “দয়া করে আহত এবং পঙ্গু ভাই-বোনদের প্রতি সম্মান দেখান। তাদের ত্যাগকে অপমানিত করবেন না।”
তিনি আরও বলেন, “আমরা বারবার অনুরোধ করেছি এবং ভবিষ্যতেও করবো। কারণ এই অবিচার শুধু একটি গোষ্ঠীর ওপর নয়, সমগ্র জাতির ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। চাঁদাবাজির কারণে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রভাব শ্রমজীবী মানুষের ওপর সবচেয়ে বেশি পড়ে।”
জামায়াতের আমির আরও বলেন, “এই অন্যায়ের প্রভাব রাস্তার ভিক্ষুক ভাই বা বোনের ওপরও পড়ে। তাহলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা কেন এই অন্যায়ের বিরুদ্ধে নীরব থাকবো? আমাদের সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
তিনি বলেন, “বিনয়ের সঙ্গে অনুরোধ করছি, দয়া করে এ ধরনের কাজ বন্ধ করুন। জাতিকে শান্তিপূর্ণ পরিবেশে বাঁচতে দিন এবং দেশের অগ্রগতি নিশ্চিত করুন। যদি এই অবস্থা চলতে থাকে, তবে আমাদের লড়াই অব্যাহত থাকবে।”
আলোচনা সভার শেষে শফিকুর রহমান বলেন, “আমি দুনিয়া থেকে চলে গেলেও এই লড়াই থামবে না। আমাদের কাফেলা ইনশাআল্লাহ চলতে থাকবে।”