ফারুকী তাঁর ক্ষমতা ধরে রাখার জন্য যেভাবে তোষামোদ করেছেন, তা অসহনীয়-সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক:

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এবং বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের অন্যতম নেতা সারজিস আলম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। আজ শনিবার রংপুর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জুলাইয়ে নিহতদের পরিবারের মাঝে চেক প্রদান অনুষ্ঠানে এই ক্ষোভ প্রকাশ করেন তিনি।

সারজিস আলম অভিযোগ করেন যে চট্টগ্রাম বিভাগ থেকে ১৩ জন উপদেষ্টা নেওয়া হলেও রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ থেকে কাউকেই অন্তর্ভুক্ত করা হয়নি। তিনি প্রশ্ন করেন, এই তিন বিভাগে কি এমন কেউ নেই যিনি মন্ত্রণালয় পরিচালনার যোগ্য? অঞ্চলভিত্তিক বৈষম্যকে তিনি মেনে নিতে পারেন না বলে জানান।

তিনি আরও বলেন, “ফারুকী তাঁর ক্ষমতা ধরে রাখার জন্য যেভাবে তোষামোদ করেছেন, তা অসহনীয়। এই ধরনের মানুষ কীভাবে উপদেষ্টা পরিষদে স্থান পান? আমরা এমন সময় নির্লিপ্ত থাকা এবং স্বার্থপর আচরণ করা ব্যক্তিদের উপদেষ্টা হিসেবে দেখতে চাই না।”

অন্যদিকে, সারজিস আলমের বক্তব্যের জবাবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন মুর্শিদ বলেন, “আমরা দেশ নিয়ে কাজ করছি। অঞ্চলভিত্তিক চিন্তাধারা আমাদের সংকীর্ণ করে। আঞ্চলিক দৃষ্টিভঙ্গি থেকে চিন্তা করবেন না। প্রধান উপদেষ্টা যাঁদের যোগ্য মনে করেছেন, তাঁদেরই নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের সমালোচনা করুন, আমরা সেগুলো ঠিক করার চেষ্টা করব।”

চট্টগ্রাম বিভাগ থেকে বেশি উপদেষ্টা নিয়োগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে শারমিন মুর্শিদ বলেন, “এটি কোনো বৈষম্য নয়। চট্টগ্রামসহ অন্যান্য এলাকাগুলোর মেধা, শ্রম ও অর্থের সমতা বজায় রাখা হবে।”

More From Author

চট্টগ্রামে রাউজানে এলোপাতাড়ি গুলি

ভবিষ্যতের বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার এবং বাক-স্বাধীনতার প্রতীক-ড. মুহাম্মদ ইউনূস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *