ত্রাণের লাইনে ইসরাইলের হামলা নিহত ১০০

আল জাজিরা

ডেস্ক রিপোর্ট:
ইসরাইলি বাহিনী শনিবার উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ভয়াবহ বিমান হামলা চালিয়ে অন্তত ৪০ ফিলিস্তিনিকে হত্যা করেছে। এর আগে খান ইউনিসে খাদ্য সহায়তার অপেক্ষায় থাকা ১২ ফিলিস্তিনি ও চারজন ত্রাণকর্মী নিহত হন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরাইলি হামলায় ৪৪,৩৮২ জন নিহত এবং এক লাখের বেশি আহত হয়েছেন। খাদ্য সংকট এবং চিকিৎসা সুবিধার অভাবে গাজার পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে।

ফিলিস্তিনের হামাস ইসরাইলের বিরুদ্ধে নিষিদ্ধ থার্মোব্যারিক বোমা ব্যবহারের অভিযোগ এনেছে, যা অত্যন্ত উচ্চ তাপ ও শব্দতরঙ্গে মারাত্মক ক্ষতি করতে সক্ষম।

এদিকে, গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনার জন্য হামাসের প্রতিনিধি দল কায়রোতে পৌঁছেছে। প্রস্তাবিত বিরতির মেয়াদ ২০ থেকে ৩০ দিন হতে পারে, যার মধ্যে জিম্মি বিনিময় সম্পন্ন হবে বলে ধারণা করা হচ্ছে।

More From Author

বিদ্রোহী গোষ্ঠীর আলেপ্পো বিজয়

ইসরাইলে আজান দেওয়ারওপর নিষেধাজ্ঞা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *