
নিজস্ব প্রতিবেদক
গাজীপুরে রোববার রাত চালু হওয়া ‘ডেভিল হান্ট’ অভিযানে সাবেক এমপি ও আওয়ামীলীগ নেতাসহ ১০০ জনকে আটক করা হয়েছে। জেলা পুলিশ ও মহানগর পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে জেলা পুলিশ ২১ জন এবং মহানগর পুলিশ ৭৯ জনকে আটক করেছে।
আটককৃতদের তালিকায় সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক এমপি চয়ন ইসলাম, গাজীপুর মহানগর যুব মহিলা লীগের সভাপতি আনোয়ারা সরকার এবং স্থানীয় আওয়ামীলীগ নেতাদের নাম উল্লেখ করা হয়েছে। পুলিশের সূত্রে জানা গেছে, আটককৃত ব্যক্তিরা বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের অন্তর্ভুক্ত বলে অবহিত করা হচ্ছে।
পুলিশ জানান, সারা দেশে শুরু হওয়া যৌথ বাহিনীর এই অভিযান গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে।
এর আগে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ দেখা যাওয়ায়, পুলিশ কমিশনার ক্ষমা চাওয়ার সিদ্ধান্ত নেন এবং সদর থানার ওসিকে প্রত্যাহার করা হয়। এই প্রেক্ষাপটে, নিরাপত্তা ব্যবস্থায় ত্বরিত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বর্তমানে ঘটনাসমূহের ব্যাপারে বিস্তারিত তদন্ত চালিয়ে যাচ্ছে। তদন্ত শেষ হলে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশাবাদী কর্মকর্তারা জানিয়েছেন।