জনগণকে ধৈর্যধারণ করতে বললেন হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ চলমান বিশৃঙ্খল পরিস্থিতিতে জনগণকে ধৈর্য ধরে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন। তিনি তাঁর ফেসবুক পোস্টে বলেন, “নিজের হাতে আইন তুলে নিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবেন না” এবং বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বান জানান। তিনি আরও বলেন, ৫ আগস্টের পর থেকে একটি চক্রান্তকারি গোষ্ঠী দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে, তাই জনগণকে বিভ্রান্তদের পরিকল্পনা বাস্তবায়ন থেকে বিরত থাকতে হবে।

চট্টগ্রামে আইনজীবী সাইফুলের হত্যাকাণ্ডের বিচার দাবি করে তিনি বলেন, হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে হবে, এবং যদি কোনো সংগঠন এই ঘটনায় জড়িত থাকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

এছাড়া, সারজিস আলম, জাতীয় নাগরিক কমিটির সদস্য, ফেসবুকে বলেন যে, ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করলে সংশ্লিষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

More From Author

ভারতের মদদপুষ্ট ইসকনকে নিষিদ্ধ করার আহ্বান হেফাজতের

আইনজীবী হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *