
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামে দৈনিক প্রথম আলো কার্যালয়ে হামলার চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে প্রায় ২০০ জনের একটি মিছিল প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরুদ্ধে স্লোগান দেয়। পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলায়মান জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোয় কার্যালয়টি ক্ষতি থেকে রক্ষা পায়। তিনি আরও বলেন, মিছিলকারীদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা ছিলেন। তাঁদের সঙ্গে অপরিচিত অনেককেও দেখা গেছে। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে, তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।