
ইয়াসির আরাফাত, উত্তরা
আজকের জেহাদের প্রতিবেদক মুহতাসিম বিল্লাহ, যিনি জীবনের ঝুঁকি নিয়ে গত জুলাই মাসে ছাত্রদের পক্ষ থেকে স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করেছিলেন (https://www.facebook.com/share/r/1BppDM8hAt/ ; https://www.facebook.com/share/r/1BppDM8hAt/), তাকে গতকাল রাত আনুমানিক ১২টায় উত্তরা ১১ নং সেক্টরের, ১৬ নাম্বার রোডের তার নিজ বাসা থেকে সিটিটিসি ও উত্তরা পশ্চিম থানা জোরপূর্বক তুলে নিয়ে যায়।
গ্রেফতারকৃতদের আত্মীয়দের ভাষ্যমতে, গ্রেফতারের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কোনো ওয়ারেন্ট দেখাননি এবং তাদের এক রকম টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে জানা যায়, মুহতাসিম বিল্লাহ উত্তরা পশ্চিম থানায় রাখা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের আত্মীয় ও প্রত্যক্ষদর্শীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “ওয়ারেন্ট ছাড়া শেখ হাসিনার পুলিশ বাহিনী জনগণের ওপর নির্যাতন চালিয়েছে, গুম ও খুন করছে। তাহলে বর্তমান সরকার ও ২৪ পরবর্তী সরকারের পুলিশ বাহিনীর মধ্যে পার্থক্য কোথায়?”
উল্লেখ্য, ৯ ডিসেম্বর ২০২৪ সালে স্বরাষ্ট্র উপদেষ্টা আইনশৃঙ্খলা বাহিনীকে স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন যে, সাদা পোশাকে কাউকে গ্রেফতার করা যাবে না। তবে সাম্প্রতিক ঘটনাগুলো সেই নির্দেশনার পরিপন্থী বলে অভিযোগ তুলেছেন গ্রেফতারকৃতদের আত্মীয়রা
এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।