ডেস্ক রিপোর্ট:
ফিলিস্তিনের গাজার উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়া এলাকায় ইসরায়েলের বিমান হামলায় একটি বহুতল আবাসিক ভবনে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। আজ রোববার এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন চিকিৎসাকর্মীরা।
হতাহতের নির্দিষ্ট সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। প্যালেস্টিনিয়ান সিভিল ইমারজেন্সি কর্তৃপক্ষ জানায়, ভবনটিতে প্রায় ৭০ জন বাসিন্দা ছিলেন। তবে ইসরায়েলের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গত মাসে বেইত লাহিয়া, বেইত হানুন এবং জাবালিয়া শহরে ট্যাংক মোতায়েন করে ইসরায়েলি সেনাবাহিনী। হামাসের হামলা প্রতিহত করা এবং সংগঠনটির পুনরায় সংঘবদ্ধ হওয়ার চেষ্টা ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়। ইসরায়েলি বাহিনীর দাবি, ওই এলাকাগুলোতে তাদের অভিযানে কয়েকশ হামাস সদস্য নিহত হয়েছেন। স্থানীয় বাসিন্দাদের মতে, ইসরায়েলি বাহিনী এসব অঞ্চলকে গাজার মূল নগরী থেকে বিচ্ছিন্ন করে রেখেছে।
এদিকে, আজ রোববার ভোরে গাজার মধ্যাঞ্চলীয় বুরেইজ শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হন। চিকিৎসাকর্মীরা জানান, একটি বাড়িতে ক্ষেপণাস্ত্র আঘাত করলে এই প্রাণহানির ঘটনা ঘটে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে প্রায় ১,২০০ জন নিহত হন এবং ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। ইসরায়েলের দাবি, এখনও অনেকে হামাসের হাতে জিম্মি রয়েছেন। এর জবাবে একই দিন থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৪৩,৭৯৯ জন প্রাণ হারিয়েছেন।