নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগ সরকারের গত ১৫ বছরের সকল অপকর্মের জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অর্থনৈতিক শ্বেতপত্রে তাদের তথাকথিত উন্নয়নের গল্প বিশ্লেষণ করে ভয়াবহ চিত্র উঠে এসেছে। সেখানে লুটপাটের ব্যাপক দৃশ্য ফুটে উঠেছে।
রবিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, “গত ১৫ বছরে ঘটে যাওয়া সব অনাচারের বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। হাজার হাজার মানুষকে হত্যা ও গুম করা হয়েছে। এসব অপরাধের বিচার হবেই। যারা দেশকে ধ্বংসের পথে নিয়ে গেছে, তাদের কেউ রেহাই পাবে না।”
তিনি আরও উল্লেখ করেন, “স্বৈরাচার পতনের ছয় মাস আগে ৬০ হাজার কোটি টাকা ছাপানো হয়েছিল। আমাদের গভর্নর জানিয়েছেন, এর মূল উদ্দেশ্য ছিল এস আলম গ্রুপকে পাচারের সুযোগ দেওয়া।”
প্রেস সচিব আরও বলেন, “বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো কীভাবে দুর্বল করে দেওয়া হয়েছে, তা এই প্রতিবেদনে পরিষ্কার হয়ে উঠবে। ৪০০ পৃষ্ঠার এই প্রতিবেদনটি নিয়ে ব্যাপক আলোচনা হবে বলে আশা করি। শিল্প খাতে যেসব দুর্নীতি ও লুটপাট হয়েছে, সেগুলোর বিচারও শুরু হয়েছে। ইতোমধ্যে কয়েকজন গ্রেপ্তার হয়েছেন।”
তিনি আশ্বস্ত করেন, প্রতিবেদনটি সম্পূর্ণ স্বচ্ছভাবে প্রস্তুত করা হয়েছে। “জনগণের অর্থ লুটপাটের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আইন তার নিজস্ব পথে চলবে,” যোগ করেন শফিকুল আলম।
এই সময় উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর ও আবুল কালাম আজাদ মজুমদারও উপস্থিত ছিলেন।