নিজস্ব প্রতিবেদক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে, অন্তর্বর্তী সরকার হচ্ছে জুলাই-আগস্ট আন্দোলনের অর্জন, তাই উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে আন্দোলনকারীদের মতামত বিবেচনায় নেওয়া প্রয়োজন। বুধবার বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে কেন্দ্রীয় সমন্বয়কদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
হাসনাত আরও জানান, সভায় ১৫৮ জন সদস্যের মধ্যে ৭০-৮০ জন সমন্বয়ক উপস্থিত ছিলেন এবং আন্দোলন ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে, কোনো বিশৃঙ্খলা নেই। সমন্বয়কদের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে এবং তারা সিদ্ধান্ত নিয়েছেন যে সরকারকে সমালোচনা করতে হলেও তা হবে গঠনমূলক এবং এমন কিছু করা হবে না যাতে সাধারণ মানুষের ভোগান্তি হয়।
আবদুল হান্নান বলেন, রাষ্ট্র পরিচালকদের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে বলে অভিযোগ উঠেছে। এই বিষয়ে সমন্বয়ের অভাব দূর করতে ১০ দিনের মধ্যে একটি রূপরেখা প্রণয়নের পরিকল্পনা রয়েছে।
আরিফ সোহেল জানান, তাদের বৈঠকে নীতিনির্ধারণী ও সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে এবং যেসব বিষয় নিয়ে আন্দোলন চলছে, তা কিভাবে এগিয়ে নেওয়া হবে তা নিয়েও আলোচনা হয়েছে। এছাড়া, সম্প্রতি দুই উপদেষ্টার নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন আরিফ। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে দলীয় বা সংসদীয় সরকার নেই, তাই নিয়োগ প্রক্রিয়ায় মানুষের মতামত নেওয়া উচিত।
সভায় সিদ্ধান্ত হয়েছে যে শিগগিরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটি ঘোষণা করা হবে এবং এই মাসেই বর্ধিত কমিটি গঠন করা হবে। পাশাপাশি, সরকারের উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য একটি বিশেষ সেল গঠন করা হবে।