নিজস্ব প্রতিবেদক:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা গণতান্ত্রিক শক্তির বিপক্ষে কাজ করছেন। তিনি বিশেষভাবে সাবেক আইজিপি মোহাম্মদ খোদা বকশ চৌধুরী এবং সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারের ভূমিকার সমালোচনা করেন।
রিজভী বলেন, তারা আন্দোলনের পক্ষে থাকা ব্যক্তিদের টার্গেট করে ব্যবস্থা নিচ্ছেন এবং আওয়ামী লীগপন্থী প্রশাসনিক কর্মকর্তাদের নিয়োগ দিচ্ছেন। তিনি আরও দাবি করেন, সালমান এফ রহমান কারাগারে থেকেও দেশের স্থিতিশীলতা নষ্ট করার পরিকল্পনা করছেন।
রিজভী জানান, বর্তমান অন্তর্বর্তী সরকার ছাত্র ও গণআন্দোলনের ফসল হলেও, সরকারের ভেতরের কিছু উপদেষ্টা গণতন্ত্রের চেতনাকে ক্ষুণ্ণ করছেন। তিনি সতর্ক করেন, গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ না হলে আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরে আসতে পারে, যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ হবে।
সংবাদ সম্মেলনে বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।