
নিজস্ব প্রতিবেদক
আগামী ১৫ দিনের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের রূপরেখা এবং এক মাসের মধ্যে কার্যক্রম শুরু করার দাবি জানিয়েছে ৭ কলেজের শিক্ষার্থীরা। তারা আহত শিক্ষার্থীদের সাথে বৈঠক এবং হামলাকারীদের আটক করারও আলটিমেটাম দিয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা কলেজের শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান।
৭ কলেজের জন্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র আবদুর রহমান বলেন, “আমরা সাত কলেজের জন্য একটি বিস্তারিত রূপরেখা চাই। ঢাবির অধীনে আমরা চরম সমস্যায় পড়েছি, বিশেষ করে আমাদের পরিচয় সংকটের বিষয়টি সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।”
তিনি আরও বলেন, “সরকার আমাদের সমস্যাগুলো বুঝতে পেরেছে এবং আমাদের দাবি যৌক্তিক মনে হয়েছে। তারা সাত কলেজের সমন্বয়ে একটি বিশ্ববিদ্যালয় গঠনের প্রতিশ্রুতি দিয়েছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। তবে গতকাল সাত কলেজের শিক্ষার্থীদের ছয় দফা দাবির একটি পূর্ণতা পেলেও, বাকি দাবিগুলো এখনও বাস্তবায়িত হয়নি। আমরা আরও ২৪ ঘণ্টার আলটিমেটাম দিচ্ছি এবং এরপর সকলের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করব।”
এ সময় তিনি পাঁচ দফা দাবি তুলে ধরেন, যা হল:
১. শিক্ষা মন্ত্রণালয় গঠিত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রকাশ করতে হবে।
২. এক মাসের মধ্যে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করতে হবে।
৩. সব বর্ষের চলমান পরীক্ষা পূর্বঘোষিত রুটিন অনুযায়ী চালিয়ে যেতে হবে।
৪. বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুর পর চলমান সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নতুন বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত করতে হবে।
৫. সাত কলেজের চলমান সংকট নিরসনে আগামী দুই দিনের মধ্যে শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়, বিশেষজ্ঞ কমিটি, সাত কলেজের অধ্যক্ষ এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে টেবিল টক আয়োজন করতে হবে।