নিজস্ব প্রতিবেদক:
শেরেবাংলা নগরের দুই হাসপাতালের আহত আন্দোলনকারীরা প্রায় ১৫ ঘণ্টা সড়কে অবস্থান করার পর দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি পেয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে তারা সড়ক ছেড়ে হাসপাতালে ফিরে যান।
গতকাল সকালে স্বাস্থ্য উপদেষ্টা জাতীয় অর্থোপেডিক হাসপাতালে আহতদের দেখতে আসেন, কিন্তু সব রোগীর সঙ্গে কথা না বলেই ফিরে যাওয়ার সময় আহতরা তার গাড়ি আটকে দেয়। তাদের অভিযোগ, তারা যথাযথ চিকিৎসা পাচ্ছেন না এবং তারা উপযুক্ত চিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানান।
পরে জাতীয় চক্ষুবিজ্ঞান হাসপাতালের আহত রোগীরাও অর্থোপেডিক হাসপাতালে উপস্থিত হয়ে আন্দোলনে যোগ দেন।
একপর্যায়ে তারা স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবি করেন।
তারা উপদেষ্টাদের সড়কে এসে তাদের দাবি শোনার অনুরোধ করেন। এক আন্দোলনকারী জানান, ভোরে চারজন উপদেষ্টা এসে তাদের সঙ্গে কথা বলেন এবং দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। এর পর তারা হাসপাতাল ফিরে যান।
আহতরা জানিয়েছেন, আজ দুপুরে সচিবালয়ে উপদেষ্টাদের সঙ্গে বৈঠকের আশ্বাসও পেয়েছেন তারা। আহতদের সুচিকিৎসার প্রতিশ্রুতি দিলেও অন্তর্বর্তী সরকার এখনও তা বাস্তবায়ন করতে পারেনি।