
ডেস্ক রিপোর্ট
আরিজোনা, ১১ ফেব্রুয়ারি: আরিজোনার স্কটসডেল এয়ারপোর্টে অবতরণের সময় একটি ছোট ব্যবসায়িক জেট পার্কিংয়ে থাকা বিমানের সঙ্গে ধাক্কা খেয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এতে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন শহরের মুখপাত্র কেলি কুয়েস্টার।
দুর্ঘটনাকবলিত বিমানটির মালিক মটলি ক্রুর গায়ক ভিন্স নিল, তবে তিনি এতে ছিলেন না বলে নিশ্চিত করেছেন তার প্রতিনিধি ওয়ারিক রবিনসন। বিমানটিতে দুই পাইলট ও দুই যাত্রী ছিলেন, তবে কারও নাম প্রকাশ করা হয়নি। আহত তিনজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
কীভাবে ঘটলো দুর্ঘটনা?
লিয়ারজেট ৩৫এ বিমানটি টেক্সাস থেকে আসছিল। কুয়েস্টারের মতে, বাম দিকের প্রধান চাকায় ত্রুটির কারণে বিমানটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে পার্ক করা গালফস্ট্রিম G200 জেটের সাথে ধাক্কা খায়।
জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (NTSB) ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। মার্কিন ফেডারেল এভিয়েশন প্রশাসন (FAA) স্কটসডেল এয়ারপোর্টে সাময়িকভাবে উড়ান স্থগিত করেছে।
সাম্প্রতিক বিমান দুর্ঘটনার পরিপ্রেক্ষিত
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি বড় বিমান দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছে ওয়াশিংটন ডিসির কাছে মাঝ আকাশে সংঘর্ষে ৬৭ জনের মৃত্যু এবং ফিলাডেলফিয়ায় মেডেভাক জেট দুর্ঘটনায় ৭ জন নিহত হওয়ার ঘটনা।