
নিজস্ব প্রতিবেদক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা সম্পর্কিত সাম্প্রতিক বক্তব্যের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেন উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। ১৯ ফেব্রুয়ারী ২০২৪, বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান।
প্রসঙ্গত, ট্রাম্প গাজার বিষয়ে বলেন, “আমরা গাজা নিয়ে নেব। আমাদের কেনার কোনও দরকার নেই। কেনার কী আছে? গাজা আমাদের হবে, আমরা গাজা নিয়ে নেব। আমাদের অধীনে থাকবে গাজা। আমাদের সেটা ভালো লাগবে।-হিদুস্থানটাইমস বাংলা “

এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশে বলেন, “প্যালেস্টাইনে অবস্থিত বাইতুল মাকদিস আমাদের প্রথম কিবলা। কোরআনে উল্লিখিত এই বরকতময় ভূমির ওপর বছরের পর বছর ইতিহাসের ঘৃণ্যতম হত্যাযজ্ঞ পরিচালিত হয়েছে। গত ৪ ফেব্রুয়ারি ট্রাম্প গাজাকে দখল করার কথা বলেছে, গাজাবাসীকে মিশর ও জর্ডানে পাঠিয়ে দেয়ার হুমকি দিয়েছে।”
বক্তারা আরও বলেন, “এই সেই আমেরিকা, যারা গাজায় বর্বর হত্যাযজ্ঞ চালাতে ইসরাইলকে সর্বাত্মক সহায়তা দিয়েছে। কিন্তু আমরা দেখেছি, গাজার মুসলিম ভাই-বোনদের অপরিসীম ত্যাগ, আকাশচুম্বী আল্লাহভীতি এবং পর্বতসম সাহস। এত হত্যাযজ্ঞের পরও তারা এই পবিত্র ভূমি ছেড়ে যায়নি, বরং ইসরাইল ও আমেরিকার দমন-পীড়নের বিরুদ্ধে অটল থেকেছে।”

বিক্ষোভকারীরা ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে বলেন, “এই ক্রিমিনাল ডোনাল্ড ট্রাম্প গাজায় রিসোর্ট বানাতে চায়! ৭০ হাজার শহিদের রক্তের ওপর সে রিসোর্ট নির্মাণের স্বপ্ন দেখছে। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই— Gaza is not for sale.”
সমাবেশে শিক্ষার্থীরা ট্রাম্প ও মার্কিন নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে বলেন, “আমরা ট্রাম্পকে, আমেরিকাকে এবং তাদের আগ্রাসী নীতিকে রেড কার্ড দেখাতে চাই। আমরা বলতে চাই— Reject Trump, Reject US policy. Red flag to the Occupation.”
বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা একটি মিছিল বের করে এবং গাজার পক্ষে সংহতি প্রকাশ করে বিভিন্ন স্লোগান দেন।